আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস মোস্তাফিজের প্রশংসায় লক্ষ্মণ : কী দুর্দান্ত বোলিং পারফরম্যান্স

মোস্তাফিজের প্রশংসায় লক্ষ্মণ : কী দুর্দান্ত বোলিং পারফরম্যান্স


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৭, ২০২১ , ১:২১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মোস্তাফিজুর রহমানের। ৪ ওভারের স্পেলে ১৫ ডটসহ মাত্র ৯ রান দিয়েছেন মোস্তাফিজ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতের সাবেক টেস্ট তারকা ও বর্তমান বিশ্লেষক ভিভিএস লক্ষ্মণ। টুইটারে মোস্তাফিজের প্রশংসায় লক্ষ্মণ লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন। মোস্তাফিজ নিজের সেরা ফর্মে ফেরায় ভালো লাগছে। কী দুর্দান্ত বোলিং পারফরম্যান্স। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্যও আমি অনেক খুশি।’ ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় লক্ষ্মণের অধীনেই ছিলেন মোস্তাফিজ।