আজকের দিন তারিখ ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সাহিত্য কথা মোহাম্মদ রফিক আবৃত্তি উৎসবে ‘স্টামফোর্ড সাহিত্য ফোরাম’

মোহাম্মদ রফিক আবৃত্তি উৎসবে ‘স্টামফোর্ড সাহিত্য ফোরাম’


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ১২:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: সাহিত্য কথা


দিনের শেষে প্রতিবেদক : সদ্য প্রয়াত একুশে পদকপ্রাপ্ত ষাটের দশকের কবিকে শ্রদ্ধা জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’ আয়োজন করেছে ‘মোহাম্মদ রফিক আবৃত্তি উৎসব’। ১৮ সেপ্টেম্বর থেকে আরম্ভ হয়ে এ আবৃত্তি উৎসব চলে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের তৃতীয় দিন কনভেনর জাকিয়া নূর মিতু’র নেতৃত্বে মঞ্চস্থ হয় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর সাহিত্য ফোরামের আবৃত্তি প্রযোজনা ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’। প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন মো: মাসিকুর রউফ মূঈদ। কণ্ঠাভিনয়ে ছিলেন সবুজ, শতাব্দি, ইরিনা, জাহান, শাহরিয়ার, শান্ত, মূঈদ। আবহ সংগীতে ছিলেন মুনিরা। অনুষ্ঠানে ধ্বনির পক্ষ থেকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাহিত্য ফোরামকে সম্মাননা প্রদান করা হয়।
উৎসবের সকল পরিবেশনা প্রতিদিন সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে পরিবেশিত হয়। চারদিনব্যাপী এ আয়োজনে গুণীজন সম্মাননা গ্রহণ করেন প্রখ্যাত কথাসাহিত্যিক, গবেষক ও প্রাবন্ধিক আকিমুন রহমান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। এছাড়া উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, দেশবরেণ্য আবৃত্তি শিল্পী ও প্রথিতযশা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।