আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় মৌচাক মার্কেট বন্ধ করে সংস্কারের নির্দেশ হাইকোর্টের

মৌচাক মার্কেট বন্ধ করে সংস্কারের নির্দেশ হাইকোর্টের


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ৩:৫৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


download - Copy (2) - Copyকাগজ অনলাইন প্রতিবেদক: রাজধানীর মালিবাগে অবস্থিত ঐতিহ্যবাহী মৌচাক মার্কেট বন্ধ রেখে মার্কেটটিকে সংস্কারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ সোমবার ( ৬ জুন) এ আদেশ দেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি প্রতিবেদনের প্রেক্ষিতে গত ২ মে মৌচাক মার্কেট সংস্কার করতে মার্কেট কর্তৃপক্ষকে একটি চিঠি দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ( রাজউক)।

চিঠিতে বলা হয়, মৌচাক মার্কেট ভবন ঝুঁকিপূর্ণ। তাই সংস্কারের জন্য দোকানগুলোকে খালি করে ভবনটিকে সংস্কার করতে হবে।

চিঠির পর মৌচাক মার্কেটের এক ভবন মালিক আশরাফ কামাল হাইকোর্টে রিট করে রাজউকের ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করেন।

সোমবার ওই রিটের শুনানিতে আদালত রাজউকের নির্দেশনা বাস্তবায়নের আদেশ দেন।