আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মৌলভীবাজারে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

মৌলভীবাজারে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১:০২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Road-Accidমৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার খালিশপুর এলাকায় ট্রাকের ধাক্কায় ফয়জুর রহমান (৬০) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালক আব্দুল কালাম (৩৩)।

রোববার (১২ জুন) দিবাগত রাতে শহরের রাজা মিয়া সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খালিশপুর এলাকার রাজা মিয়া সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধান লোড করা হচ্ছিল।এসময় একটি অটোরিকশা এসে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ফয়জুর রহমানের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার উপ পরিদশর্ক (এসআই) লাইলাতুন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ট্রাক ও অটোরিকশা আটক করা হয়েছে।