আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মৌলভীবাজারে ফেসবুক লাইভে এসে জাদুশিল্পীর আত্মহত্যা

মৌলভীবাজারে ফেসবুক লাইভে এসে জাদুশিল্পীর আত্মহত্যা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৭, ২০২১ , ১২:৫৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ফেসবুক লাইভে এসে সুমন নামে এক জাদুশিল্পী আত্মহত্যা করেছেন। এ সময় তিনি সবার কাছে ক্ষমাও চান। সোমবার রাতে সদর উপজেলার গয়ঘর গ্রামের নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন। নিহত সুমন একই এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক। পাশাপাশি বিভিন্ন এলাকায় জাদু দেখাতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার থানাবাজার এলাকার গয়ঘর গ্রামের জাদুশিল্পী সুমন তার ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। একপর্যায়ে দড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক বলেন, পারিবারিক কলহের জেরে সুমন আত্মহত্যা করেছেন। ফেসবুক লাইভের বিষয়টি আমরাও শুনেছি। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।