আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মৌসুমী হামিদকে বিয়ে করে পাগল ইরফান সাজ্জাদ

মৌসুমী হামিদকে বিয়ে করে পাগল ইরফান সাজ্জাদ


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মার্চ ২৯, ২০২২ , ১১:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


বিনোদন প্রতিবেদন : অপরূপ সুন্দরী মৌসুমী হামিদকে বিয়ে করেন চাকরিজীবী ইরফান সাজ্জাদ। কিন্তু বিয়ের অল্প সময়ের মধ্যেই স্ত্রীকে সন্দেহ করা শুরু করেন ইরফান। নানা কারণে স্ত্রীকে সন্দেহের মুখে রাখেন তিনি। বাসায় কেউ বেড়াতে আসলে তাকে জড়িয়ে পরকীয়ার সন্দেহ করে। এক সময় ইরফানের এই সন্দেহ বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। শুরু হয় দাম্পত্য কলহ। এভাবেই না ঘটনায় এগিয়ে যায় ‘মিঃ মেন্টালম্যান’ টেলিফিল্মের গল্প। মিজানুর রহমান বেলালের রচনায় এটি পরিচালনা করেছেন জহির খান। এতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, সমাজের প্রচলিত একটি গল্প নিয়েই টেলিফিল্মটি নির্মাণ করা হয়েছে। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে। ইরফান সাজ্জাদ বলেন, ঘটনাটি জানা হলেও এটির উপস্থাপনটা হয়েছে ব্যতিক্রম। আশা করছি টেরিফিল্মটি সবার ভালো লাগেবে। জানা গেছে এটি শিগগিরই টিভিতে প্রচার হবে।