আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ম্যাকসন্স টেক্সটাইলের ৫০% কিনবে ম্যাকসন্স স্পিনিং

ম্যাকসন্স টেক্সটাইলের ৫০% কিনবে ম্যাকসন্স স্পিনিং


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১১, ২০২১ , ১২:০৪ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : ​মেট্রো-ম্যাকসন্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ম্যাকসন্স টেক্সটাইলের ৫০ শতাংশ কিনবে ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড। রবিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাকসন্স টেক্সটাইলের পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা। আর শেয়ার সংখ্যা ৩ কোটি। ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড ১৫ কোটি টাকায় ম্যাকসন্স টেক্সটাইলের ৫০ শতাংশ শেয়ার তথা ১ কোটি ৫০ লাখ শেয়ার কিনবে।
এদিকে, ম্যাকসন্স স্পিনিং লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরে ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ০৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৭৩ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ০৯ পয়সা। কর্তৃপক্ষ জানিয়েছে, জমি ও নগদ টাকার মাধ্যমে ম্যাকসন্স টেক্সটাইলকে শেয়ারের মূল্য পরিশোধ করবে ম্যাকসন্স স্পিনিং মিলস। আশুলিয়ার গৌরীপুরে ম্যাকসন্স স্পিনিং মিলসের মালিকানাধীন ১৯৪.৩৫ ডেসিমেল জমি এবং এর উপর নির্মিত ৩০ হাজার বর্গফুট আয়তনের ভবন ১২ কোটি ২৫ লাখ টাকা দাম ধরে শেয়ারের বিপরীতে ম্যাকসন্স টেক্সটাইলকে লিখে দেবে। এর বাইরে নগদে পরিশোধ করবে ২ কোটি ৭৫ লাখ টাকা।
সূত্র অনুসারে, ম্যাকসন্স টেক্সটাইল শতভাগ রপ্তানিমুখী একটি স্পিনিং মিলস। এর নির্মাণাধীন কারখানায় ২৫ হাজার ৮২৪ টি স্পিন্ডল রয়েছে। কারখানাটির দৈনিক উৎপাদনক্ষমতা হবে ২৭ হাজার কেজি, বছরে যার পরিমাণ দাঁড়াবে ৯৮ লাখ ৫৫ হাজার কেজি। বছরে এই কারখানার সুতা বিক্রির পরিমাণ দাঁড়াতে পারে ২৫০ কোটি টাকা