আজকের দিন তারিখ ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্যাশন ম্যাগপাইয়ের এক্সক্লুসিভ কিডস কালেকশন

ম্যাগপাইয়ের এক্সক্লুসিভ কিডস কালেকশন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১২:১৬ অপরাহ্ণ | বিভাগ: ফ্যাশন


aঅনলাইন ফ্যাশন ডেস্ক: আসন্ন ঈদকে সামনে রেখে শুধুমাত্র বাচ্চাদের রঙ-বেরঙের টিশার্ট নিয়ে এসেছে ফ্যাশন হাউস ম্যাগপাই। ম্যাগপাই এর টি শার্ট এর সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে আরামদায়ক ফেব্রিক।

এসব ফেব্রিক শিশুদের কোমল ত্বকের জন্য দারুন উপযোগী ও আরামদায়ক। ম্যাগপাইতে দুই বছর থেকে বারো-চৌদ্দ বছর পর্যন্ত সব বয়সী বাচ্চাদের জন্য বিভিন্ন ডিজাইনের পোশাক। এসব পোশাকে ওয়েস্টার্ন থিম ও বিভিন্ন কার্টুন ক্যারেক্টার ব্যবহৃত হওয়ায় এগুলো দেখতেও বেশ কালারফুল।

শুধুমাত্র বাচ্চাদের পোশাক নিয়ে বাংলাদেশে খুব কম হাউসই কাজ করে।

এ প্রসঙ্গে ম্যাগপাই এর কর্ণধার খায়রুল আনাম শাকিল বলেন- ‘আসলে বাচ্চাদের নিয়ে কাজ করতে এমনিতেই আমার খুব ভালো লাগে। তাছাড়া এদেশে বিশ^মানের বাচ্চাদের প্রোডাক্টেও অইেশ অভাব রয়েছে। মূলত সেই ইচ্ছা থেকেই এমন উদ্যোগ।’

ম্যাগপাই এর এসব টি শার্ট দেশব্যাপী বিভিন্ন খুচরা দোকান আউটলেটে পাওয়া যাচ্ছে। পাইকারী ক্রয়ের জন্য:

যোগাযোগ: ম্যাগপাই ফ্যাশন, এটিচ মুশফিকা গার্ডেন, ১/১২- বি, হুমায়ূন রোড, ব্লক বি, কলেজ গেট, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

মোবাইল: ০১৮২১৭৭৩৭৭১।

ফেসবুক: fb.com/magpieTshirt.