আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ম্যাচ টাই হলে কী হবে?

ম্যাচ টাই হলে কী হবে?


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৭, ২০২১ , ১২:৪৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : আজ থেকে ওমানে বাছাই পর্বের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরটি ভারতের মাটিতে হওয়ার কথা থাকলেও করোনার কারণে এটি এখন ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। তবে পুরো বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই) থাকছে।
ম্যাচ টাই হলে দলগুলো সুপার ওভার খেলবে। যদি সুপার ম্যাচেও টাই হয় তাহলে যেকোনো একদল জেতা পর্যন্ত এভাবেই চলতে থাকবে। আবহাওয়া পরিস্থিতি এবং সময় সীমাবদ্ধতার কারণে সুপার ওভারও সম্ভব না হলে ম্যাচ টাই ঘোষণা করা হবে। এক্ষেত্রে প্রতিটি দলকে এক পয়েন্ট করে দেওয়া হবে।
যদি সেমিফাইনালের সময় কোনো ফলাফল অর্জন করা না যায় (অথবা ম্যাচটি পরিত্যক্ত হয়), তাহলে যে দলটি সুপার টুয়েলভ রাউন্ডে ওপরে থাকবে সে ফাইনালে উন্নীত হবে। ফাইনালে একই ধরনের ঘটনা ঘটলে উভয় দলকে যৌথ বিজয়ী ঘোষণা করা হবে।