আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ম্যাজিস্ট্রেটকে দেখেই দাম কমলো এক লাফে ৩০ টাকা

ম্যাজিস্ট্রেটকে দেখেই দাম কমলো এক লাফে ৩০ টাকা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩০, ২০২০ , ৭:০২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে সেনাবাহিনী এবং ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে দেখেই প্রতিটি সবজির দাম এক লাফে কমিয়ে দেয়া হলো ৫ থেকে ৩০ টাকা। বিশেষ করে দোকান ভিত্তিক মূল্য তালিকা না থাকায় এই সুযোগ নিচ্ছিলেন ব্যবসায়ীরা। তবে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা পাওয়ার পর মূল্য তালিকা টাঙানোর ব্যবস্থা নিয়েছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে ৪টি লেবু ৪০ থেকে ৫০ টাকা, টমেটো কেজি ৫০ টাকা, বেগুন ১০০টাকা এবং পটল ৪০ টাকা দরে বিক্রি হচ্ছিল চট্টগ্রামে। একইভাবে মাছ এবং মাংসের দাম ছিল চড়া। কিন্তু সেনাবাহিনী এবং ভ্রাম্যমাণ আদালত দেখেই এক লাফে কমিয়ে দেয়া হয় সব কিছুর দাম। জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিষ্টেট তৌহিদুল ইসলাম বলেন, এখানে অভিযান পরিচালনার পর দাম কিছুটা কমেছে। মূলত মূল্য তালিকা না টাঙানোর কারণেই ইচ্ছামতো দাম রাখার সুযোগ নিচ্ছিলেন এখানকার পাঁচ শতাধিক ব্যবসায়ী। সেনাবাহিনী টহল টিমের লিডার ক্যাপ্টেন কাফিউন নাহার কনা বলেন, এখানে এসেই দেখলাম সামাজিক দূরত্ব কেউ মানছে না। সবাই যেন নিয়ম মেনেই বাজার করে তারই চেষ্টা চালাচ্ছি। আমাদের মডেল বাজার যেন মডেলই থাকে।  তবে এখন থেকে কাঁচা বাজারগুলোতে মূল্য তালিকা তদারকি করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। তিনি বলেন, প্রত্যেকটা দোকানে মূল্য তালিকা নির্ধারণ করা থাকবে। অন্য বাজারের তুলনায় এখানে মূল্য ঠিক থাকবে। চট্টগ্রামে ছোট-বড় শতাধিক কাঁচাবাজার রয়েছে।