আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ময়মনসিংহে বিএনপির গণসমাবেশে নেতা-কর্মীদের ঢল

ময়মনসিংহে বিএনপির গণসমাবেশে নেতা-কর্মীদের ঢল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৫, ২০২২ , ৫:২৩ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ মাঠে গতকাল শুক্রবার রাত থেকে আসতে শুরু করে বিএনপি নেতাকর্মীরা। অনেকে রাতেই অবস্থান নিয়েছিলেন সেখানে। সকাল হতেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন জেলা, উপজেলা শহর থেকে সমাবেশ সফল করতে কলেজ মাঠে আসে নেতাকর্মীরা। পূর্ব ঘোষিত সময় দুপুর ২টার আগেই কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ। দুপুর ২টা বাজার কিছুক্ষণ আগে কোরআন তিলাওয়াতের মাধ্যমে ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়। ২টা ২০ মিনিটের দিকে মঞ্চে ওঠেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মঞ্চে উঠে নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান। অন্যদিকে ময়মনসিংহে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে অদৃশ্য কারণে। শুরুতে বাস চলাচল বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাকসহ সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বিএনপি নেতাকর্মীরা পায়ে হেঁটে, নৌপথেও সমাবেশে যোগ দিয়েছেন বলে জানা গেছে। বিএনপির দাবি, সমাবেশকে কেন্দ্র করে সরকারের অঘোষিত হরতাল চলছে ময়মনসিংহ বিভাগে। দুপুর ২টায় সমাবেশ শুরুর ঘোষণা থাকলেও এর আগেই পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপর নেতাকর্মীরা আশ্রয় নেন মাঠসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। রঙিন টি-শার্ট, টুপি ও জাতীয় পতাকা হাতে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরাও সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থলে আসতে থাকেন। ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিশৃঙ্খলা এড়াতে নগরী জুড়ে ছয় শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিশৃঙ্খলা এড়াতে নগরী জুড়ে ছয় শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে এখন পযর্ন্ত নগরীর কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম। নান্দাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অনিক আহমেদ বাবুল বলেন, ‘আমাদের বিভাগীয় সমাবেশে যাতে উপস্থিত না হতে পারি, সেজন্য যানবাহন বন্ধ রয়েছে। বাধ্য হয়ে নৌপথে হাজার হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশে যাচ্ছি।’