আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৮, ২০২০ , ৮:২৬ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :   ময়মনসিংহ-জামালপুর সড়কের মুক্তাগাছায় রাজীব পরিবহনের একটি বাসের চাপায় সিএনজি অটোরিকশার চালকসহ ৭ জন নিহত হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার মানকোন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- সিএনজির চালক মুক্তাগাছার চেচুয়া গ্রামের আলাদুল (৩৫), মুক্তাগাছার ইচাখালি গ্রামের নজরুল ইসলাম (৩৫), মধুপুর উপজেলার নয়াপাড়া গ্রামের নুরু (৩৫), তাসলিমা (২৮) ও লিজা (১২)। অপর দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নিহতদের মধ্যে সিএনজির চালকসহ চারজন ঘটনাস্থলে ও হাসপাতালে নেয়ার পর আরও তিনজন মারা যান। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমরে মুচড়ে গেছে। এদিকে খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালায়। পুলিশ বাসের চালককে আটক করেছে।

মুক্তাগাছা থানার উপপরিদর্শক আমিনুল ঘটনাস্থল থেকে জানান, চেচুয়া বাজার থেকে মুক্তাগাছাগামী সিএনজিকে ঢাকা থেকে ছেড়ে আসায় জামালপুরগামী রাজীব পরিবহনের বাস চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।