আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ময়মনসিংহে ৭৩ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ৭৩ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১১, ২০২৩ , ৩:২৮ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানের জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় যোগ দিয়ে তিনি ময়মনসিংহে বাস্তবায়িত ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। পাশাপাশি ৩০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শনিবার দুপুর আড়াইটার দিকে নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে এবং দুপুর ২টা ৫০ মিনিটে তিনি সমাবেশ স্থলে পৌঁছান। পরে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় প্রথমে ময়মনসিংহের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন ক্বারী মাওলানা মোফাজ্জল হোসেন সরকার। সার্কিট হাউস ময়দানে জনসভা মঞ্চের পাশে স্থাপিত উন্নয়ন প্রকল্প উদ্বোধনী মঞ্চে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।