ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে ৮ জনের মৃত্যু
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২, ২০২১ , ২:৩০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
ময়মনসিংহ প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ময়মনসিংহের ৩ জন, নেত্রকোনার ৩ জন, জামালপুরের ২ জন। করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের রেনু (৬০), খুদেনেওয়াজ (৬০), সুকুমার সরকার (৭০)। নেত্রকোনা সদরের সাইদুল (৬১), জয়া (১৬), দুর্গাপুর উপজেলার হালিমা (৮০), জামালপুর সদরের মানিক (৩৮) এবং কাজল রেখা (৫৫)। ডা. মুন আরও জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৪ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১২১ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিউতে ৬ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ১০ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৮৫টি নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯৮২ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৬২ জন।