ময়লার ডিপো থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ২:৫৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
চট্টগ্রাম: নগরীর বন্দর থানার আনন্দবাজার ময়লার ডিপো থেকে অজ্ঞাতনামা এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ৫ টুকরায় বিভক্ত ছিল।
বুধবার দুপুর সোয়া ২টার দিকে এ খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) বদরুল মামুন বলেন, সারা শহরের ময়লা-আবর্জনা জমা করে আনন্দবাজার ময়লার ডিপোতে ফেলা হয়। দুপুর ১টার দিকে স্থানীয়রা এ ডিপোতে একটি খণ্ডিত মরদেহ দেখতে পাওয়ার খবর আমাদের জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা নারীর পাঁচটি টুকরোতে বিভক্ত মরদেহ উদ্ধার করা হয়। বিভক্ত মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
অজ্ঞাতনামা নারীর বয়স ৩০ থেকে ৩২ বছর হবে বলে জানান বদরুল মামুন।