আজকের দিন তারিখ ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ময়ূর-২ লঞ্চের প্রধান আসামি মাস্টার আটক

ময়ূর-২ লঞ্চের প্রধান আসামি মাস্টার আটক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৩, ২০২০ , ১১:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনার অন্যতম প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মাস্টারকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই)  বিষয়টি নিশ্চিত করেছে মেজর রইসুল আজম মনি। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জুলাই রাতে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে একটি বাসা থেকে ‘এমভি ময়ূর-২’ লঞ্চের মাস্টারকে আটক করেছে র‍্যাব।

দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে বিফ্রিং করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গ লঞ্চ ডুবির ঘটনায় অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে সাত জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়।