আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস/////, জাতীয় যশোরে ডাকাতি মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

যশোরে ডাকাতি মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ১২:১৮ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////,জাতীয়


dযশোর: যশোরে কথিত বন্দুকযুদ্ধে পুলিশের গুলিতে ডাকাতি মামলার এক আসামির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে যশোর-মাগুরা সড়কের পাঁচবাড়িয়ায় সিনজেনটা বীজ প্রক্রিয়াকরণ ইউনিটের কাছে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক জানান।

নিহত আবদুল গণির বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ২১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরিফুল হক বলেন, ‘ডাকাতির প্রস্তুতি চলছে’ খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ডাকাতরা গুলি ছোড়ে।

“পুলিশও পাল্টা গুলি করলে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা গণির লাশ শনাক্ত করে।”

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান ও একটি শটগানের গুলি উদ্ধার করেছে।

এ ঘটনায় পুলিশের দুই কনস্টেবলও আহত হয়েছেন বলে জানালেও তাদের নাম বলেননি এই পুলিশ কর্মকর্তা।

নিহতের মরদেহ যশোর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।