আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস/////, জাতীয় যশোরে পৃথক ঘটনায় ৩জন খুন

যশোরে পৃথক ঘটনায় ৩জন খুন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১০:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////,জাতীয়


4যশোর: যশোরে পৃথক ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজারসহ দুজন এবং গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে।

পুলিশ তিনটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

রবিবার দিবাগত রাতে বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজারে আব্দুল বারী ফিলিং স্টেশনের ম্যানেজারসহ দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন ফিলিং স্টেশনের ম্যানেজার বাঘারপাড়া উপজেলার দশপাখিয়া গ্রামের রহমান মোল্লার ছেলে ওবাইদুর রহমান (৩০) ও রঘুনাথপুর গ্রামের সদর উদ্দিন খানের ছেলে লিখন আহমেদ অপু (২৪)। অপু সরকারি এএম কলেজের ছাত্র ছিলেন বলে জানা গেছে।

নিহতদের শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর ওই ফিলিং স্টেশনের এক কর্মচারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

বাঘারপাড়া থানার ওসি ছয়রুদ্দিন আহমেদ জানান, রবিবার দিবাগত রাতে যশোর-নড়াইল সড়কের চাড়াভিটা বাজারে আব্দুল বারী ফিলিং স্টেশনে ম্যানেজারসহ কর্মচারীরা ঘুমিয়ে ছিলেন। সকালে এলাকার মানুষ ফিলিং স্টেশনে তেল নিতে এসে ডেকে না পেয়ে জানালা দিয়ে উকি দিয়ে দুটি লাশ দেখতে পায়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে।

ওসি আরও বলেন, ফিলিং স্টেশনটি রাতে বন্ধ থাকে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবেই দুজনকে হত্যা করা হয়েছে। নিহত দুজনের মধ্যে একজন ফিলিং স্টেশনের কর্মচারী ও অপরজন ফিলিং স্টেশন এলাকার বাসিন্দা।1

এদিকে যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া এলাকায় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ডাকাতের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোরে একদল ডাকাত যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নেয়।

তবে গাছ ছোট হওয়ায় ব্যারিকেড ভেঙ্গে গাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে গাড়ির ধাক্কায় এক ডাকাত আহত হয়।

পরে গাড়ির লোকজন নেমে তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, গণপিটুনিতে নিহত ডাকাতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।