আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ যশোরে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী ডিকু গুলিবিদ্ধ

যশোরে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী ডিকু গুলিবিদ্ধ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১০:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


jessore-map2যশোর: যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আক্তারুজ্জামান ওরফে ডিকু (২২)নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১২ জুন) দিবাগত রাত ২টার দিকে শহরের ধর্মতলা রেলক্রসিংয়ের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার হয়।

গুলিবিদ্ধ আক্তারুজ্জামান ডিকু শহরের খড়কী এলাকার ওলিয়ার রহমানের ছেলে।

বিষয়টি জানিয়েছেন যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন।

তিনি জানান, রোববার বিকেলে ডিকুকে আটকের পরে তার স্বীকারোক্তিতে একইদিন রাতে ধর্মতলা রেলক্রসিং এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। তবে সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা ডিকুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে ডিকুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় পুলিশও শর্টগানের পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে সহযোগীদের ছোড়া গুলিতে ডিকু আহত হয়।

পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, ডিকু একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় ১২টি মামলা রয়েছে।