আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় যাত্রাবাড়ীতে ফলের আড়তে র‌্যাবের অভিযান

যাত্রাবাড়ীতে ফলের আড়তে র‌্যাবের অভিযান


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১১:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


1কাগজ অনলাইন প্রতিবেদক: ফলে রাসায়নিক দ্রব্যের ব্যবহার বন্ধে রাজধানীর যাত্রাবাড়ীতে ফলের আড়তে অভিযান শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার সকাল সাড়ে ৮টায় এ অভিযান শুরু হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

তিনি জানান, অভিযান চলছে। চলবে দুপুর পর্যন্ত। অভিযান শেষে এ ব্যাপারে আনুষ্ঠানিক ব্রিফ করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করছে র‌্যাব।

তবে রমজানকে সামনে রেখে অভিযান জোরদার করা হয়েছে। বাজারকে রাসায়নিকমুক্ত রাখতে পুরো রমজান জুড়ে এ নিয়ে র‌্যাবের সাড়াশি অভিযান চলবে।