আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি যুক্তরাজ্যে খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত নেবে পরিবার

যুক্তরাজ্যে খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত নেবে পরিবার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২, ২০২০ , ২:০০ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে ডেস্ক :  খালেদা জিয়ার যুক্তরাজ্যে চিকিৎসার বিষয়ে তিনি এবং তার পরিবার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চাইলে যুক্তরাজ্যে চিকিৎসা সম্ভব- ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে বিএনপি চেয়ারপারসন যুক্তরাজ্যে চিকিৎসা নিতে চাইলে আমরা ব্যবস্থা করে দিতে পারি। এ ক্ষেত্রে আমরা সানন্দে রাজি।

এবিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটা তো ভালো কথা। তবে এবিষয়ে ম্যাডাম (খালেদা জিয়া) এবং তার পরিবার সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, চিকিৎসা ম্যাডামের সাংবিধানিক অধিকার। তাই এবিষয়ে বাধা দেয়া উচিত নয়। আর সরকারকেও এই বিষয়টি বোঝা উচিত। গত ৩ সেপ্টেম্বর খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর সুপারিশ করে আইন মন্ত্রণালয়। শর্ত দেয়া হয়-খালেদা জিয়া এই সময়ে বিদেশে যেতে পারবেন না। বাসায় থেকে চিকিৎসা নেবেন। গত ১৫ সেপ্টে্ম্বর প্রধানমন্ত্রী এই আবেদন অনুমোদন দেয়ায় ২৫ সেপ্টেম্বর থেকে আরো ছয় মাসের জন্য মুক্ত মেয়াদ বৃদ্ধি পায়।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত বিএনপির চেয়ারপাসন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাবন্দি ছিলেন। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন চিকিৎসা নেন তিনি। করোনা পরিস্থিতিতে সরকারের নির্বাহী আদেশে গত ২৫ মার্চ খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়। যার মেয়াদ ২৪ সেপ্টেম্বর শেষ হয়।