আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// যুক্তরাষ্ট্রের দাবানল: নিহতের সংখ্যা বেড়ে ৩০

যুক্তরাষ্ট্রের দাবানল: নিহতের সংখ্যা বেড়ে ৩০


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২০ , ১:০১ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
জানা গেছে, গত তিন সপ্তাহ ধরে দাবানলের আগুনে পুড়ছে ওরেগন, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনের বিভিন্ন শহর। ইতোমধ্যে দাবানলের কারণে বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছেন লাখ লাখ মানুষ। দাবানলে যুক্তরাষ্ট্রে পশ্চিমাঞ্চলের কয়েক মিলিয়ন একর জমি পুড়ে গেছে এবং ধ্বংস হয়েছে হাজার হাজার বাড়ি-ঘর।
কর্মকর্তারা জানিয়েছেন , যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যে এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। এই দাবানলে ব্যাপক প্রাণহানির শঙ্কাও প্রকাশ করেছেন ওরেগন রাজ্যের কর্মকর্তারা ।
শনিবার ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন সতর্ক করে বলেছেন,জলবায়ু পরিবর্তন আমাদের জীবনযাত্রার জন্য অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর ট্রাম্প এ সত্য বিষয়টিকে অস্বীকার করেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দাবানলের জন্য বন ব্যবস্থাপনাকে দায়ী করেছেন। আগামী সোমবার দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ক্যালিফোর্নিয়ায় যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।