আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব যুক্তরাষ্ট্রে উৎসবে গোলাগুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রে উৎসবে গোলাগুলি, নিহত ২


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৫, ২০২১ , ২:৫৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চালে একটি উৎসবে গোলাগুলিতে ২ জন নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়েছেন আরও ১৫ জন। দেশটির শিকাগোতে এ ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চালে বেসরকারি একটি কোম্পানি তাদের লোকজন নিয়ে পার্টি করছিলেন। পার্টিতে লোকজন বেশ আনন্দ-ফুর্তি করছিলেন। কিন্তু হঠাৎ করেই সেখানে গুলাগুলি শুরু হয়। তবে ঠিক কী কারণ এই গোলাগুলি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বন্দুকধারীদের গুলিতে হতাহত ব্যক্তিদের বয়স ২০ থেকে ৪৪ বছর। ঘটনাস্থল থেকে চারটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। নিহদের পরিচায় পাওয়া যায়নি।