আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব যুক্তরাষ্ট্রে চীনা ভ্রমণকারীদের জন্য কোভিড টেস্ট বাধ্যতামূলক

যুক্তরাষ্ট্রে চীনা ভ্রমণকারীদের জন্য কোভিড টেস্ট বাধ্যতামূলক


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৯, ২০২২ , ৩:০৬ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  চীন থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া লোকদের কোভিড-১৯ পরীক্ষার প্রয়োজন হবে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। করোনাভাইরাস দমনের জন্য আরোপিত কঠোর বিধি-নিষেধ প্রত্যাহার করার কথা চীন ঘোষণা করার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। মার্কিন কর্মকর্তারা বুধবার জানিয়েছেন, ৫ জানুয়ারি থেকে চালু নতুন নীতি চীন, হংকং বা ম্যাকাউ থেকে আসা দুই বছরের বেশি বয়সী সব বিমানযাত্রীর জন্য প্রযোজ্য হবে। একজন স্বাস্থ্য কর্মকর্তা জানান, রওনা হওয়ার দুই দিনের চেয়ে বেশি আগে হতে পারবে না পরীক্ষা।

তিনি বলেন, বিমানযাত্রার ১০ দিনের বেশি আগে পজিটিভ হওয়া ভ্রমণকারীদের জন্য নেগেটিভ টেস্ট রেজাল্টসহ সুস্থতার প্রমাণপত্র প্রদর্শন করতে হবে। বেইজিং সোমবার জানায়, তারা ৮ জানুয়ারি থেকে বিদেশগামীদের জন্য বাধ্যতামূলক কোভিড কোয়ারেন্টাইন বাতিল করছে। এর ফলে চীনাদের মধ্যে দ্রুত বিদেশ যাওয়ার প্রবণতা দেখা গেছে।

সূত্র : আল জাজিরা