আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা যুক্তরাষ্ট্রে ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রে ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৬, ২০২২ , ৫:২৯ অপরাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


দিনের শেষে ডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের রাজধানী আটলান্টায় ডাকাতের গুলিতে আবু সালেহ মাহফুজ আহমেদ (৪০) নামের বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় রাত ২টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নিহত আবু সালেহ মাহফুজ আহমেদ নোয়াখালীর পৌরসভার ৫নং ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকার আবু তাহেরের ছেলে। তার স্ত্রীসহ ৮ বছরের একটি কন্যা ও ৩ বছরের ছেলে সন্তান রয়েছে। মাহফুজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাগিনা হাসানুজ্জামান বিজয়।

তিনি বলেন, মাহফুজ আহমেদ খুব পরোপকারী ও ভালো মনের মানুষ ছিলেন। সব সময় হাসিখুশি থাকতেন। বুধবার (১৫ জুন) স্থানীয় সময় রাত ২টার দিকে ডাকাতরা উনার দোকানে ডাকাতি করে। এরপর উনাকে গুলি করে হত্যা করে। তিনি আরও বলেন, বর্তমানে স্থানীয় পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন। দোষীদের খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছেন।