আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে রোড আইল্যান্ডে আঘাত হানলো ‘ঘূর্ণিঝড় হেনরি’

যুক্তরাষ্ট্রে রোড আইল্যান্ডে আঘাত হানলো ‘ঘূর্ণিঝড় হেনরি’


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৩, ২০২১ , ১১:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: যুক্তরাষ্ট্র


দিনের শেষে ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের রোড আইল্যান্ডে হারিকেন জাতীয় ‘ঘূর্ণিঝড় হেনরি’ আঘাত হেনেছে। যার গতিবেগ প্রতিঘণ্টায় ৯৫ কিলোমিটার। বিবিসির বরাতে জানা গেছে, ইতিমধ্যে সেখাকার এক লাখ ২০ হাজারের অধিক বাসিন্দার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত ও কিছু এলাকা প্লাবিত হতে পারে এমন আশঙ্কায় নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো লং আইল্যান্ড ও নিউইয়র্ক সিটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। লং আইলান্ড, কানিকটিকাট, মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ারসহ পুরো নিউ ইংল্যান্ড এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছিল। এর পাশাপাশি রাজ্যের অন্যান্য অংশের বাসিন্দাদেরও সাবধান থাকার অনুরোধ জানান।
ম্যাসাচুসেটসের গভর্নর কার্যালয়ের কর্মকর্তারা জানান, জরুরী অবস্থায় রাজ্যেটির সব পার্ক ও সমুদ্র সৈকত বন্ধ থাকবে। এতে তিন লাখ বাসিন্দার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। তাই সবাইকে ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুতি ও স্থানীয় আবহাওয়ার প্রতি লক্ষ্য রাখতে বলা হলো।
প্রসঙ্গত, টেনেসি অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় ২১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও অনেকে। সূত্র: ওয়াশিংটন পোস্ট