যুগ্ম-সচিব রুহী রহমানের স্বামীর মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ১:২৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন ডেস্ক: শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রুহী রহমানের স্বামী ডা. আমিনুর রশিদ মিনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার (১১ জুন) এক শোক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি। মিরপুরে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ সায়েন্সের সিনিয়র সার্জারি কনসালটেন্ট এবং হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের অন্যতম অংশীদার আমিনুর রশিদ মিনু (৫৬) শনিবার ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন।
শিক্ষামন্ত্রী শোকবার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
সকালে রাজধানীর গ্রিন রোডে হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজায় শরিক হন মন্ত্রী।