আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// যুদ্ধ-মহামারির মধ্যেও দেশের অগ্রযাত্রা থামবে না: প্রধানমন্ত্রী

যুদ্ধ-মহামারির মধ্যেও দেশের অগ্রযাত্রা থামবে না: প্রধানমন্ত্রী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১২, ২০২২ , ৩:৪৩ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং করোনাভাইরাস মহামারির মধ্যেও দেশের অগ্রযাত্রা থামবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১১ মার্চ) রাতে আমিরাতে সফররত প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। এ অনুষ্ঠানে আবুধাবি থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। তিনি বলেন, একটার পর একটা ধাক্কা আসে। করোনার ধাক্কা কাটাতে না কাটাতে আবার যুদ্ধাবস্থার ধাক্কা। এজন্য একটু সমস্যা হচ্ছে। তবে আমি বিশ্বাস করি যে বাঙালি জাতি যেকোনো অবস্থাকে মোকাবেলা করে এগিয়ে যাবে।

সংযুক্ত আরব আমিরাত সফর সম্পর্কে প্রবাসীদের তিনি জানান, তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে আলোচনা করেছেন এবং দুই দেশের মধ্যে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি মনে করি আমার সফর খুবই ফলপ্রসূ হয়েছে।

গণতান্ত্রিক প্রক্রিয়া থাকার কারণে দেশের উন্নতি হচ্ছে এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ১৩ বছরে বাংলাদেশের পরিবর্তন আপনারা লক্ষ্য করেছেন। দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকায় এ উন্নয়ন অর্জিত হয়েছে এবং এই ১৩ বছর আওয়ামী লীগ ক্ষমতায় আছে। বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে বিদেশের মাটিতে নিয়ম-কানুন মেনে চলার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আপনাকে নিজের মর্যাদা রক্ষা করতে হবে, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং স্বদেশ ও স্বাগতিক উভয় দেশের মর্যাদা সমুন্নত রাখতে হবে। এসময় প্রবাসে চাকরিপ্রার্থীদের অবৈধ পথে বিদেশ না যেতে এবং বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি না করে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেয়ার পরামর্শ দেন তিনি।

প্রবাসীদের দাবির বিষয়ে তিনি বলেন, সরকার তাদের জন্য দ্রুত পাসপোর্ট সেবা নিশ্চিত এবং বিমানবন্দরে হয়রানি বন্ধে নজরদারি জোরদার করতে আরও সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে।

শেখ হাসিনা বলেন, যখন একাধিক ফ্লাইট একই সময়ে অবতরণ করে তখন বিমানবন্দরে লাগেজ ডেলিভারি পরিষেবা নিয়ে কিছু সমস্যা দেখা যায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের চলমান নির্মাণ কাজ শেষ হলে লাগেজ নিয়ে সমস্যার অবসান হবে বলে জানান তিনি।