আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস যুব দলের প্রধান কোচের দায়িত্বে অপি

যুব দলের প্রধান কোচের দায়িত্বে অপি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১, ২০২১ , ১১:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : আগামী বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে। এই সফরে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন এতদিন ধরে সহকারী কোচের দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। মূলত প্রধান কোচ নাভীদ নেওয়াজ একমাসের ছুটিতে থাকায় দায়িত্ব নিতে হয়েছে অপিকে। বিষয়টি নিশ্চিত করেছেন মেহরাব হোসেন নিজেই। নতুন দায়িত্ব নিয়ে তিনি বলেছেন, ‘বেশ চ্যালেঞ্জিং একটা কাজ। এই মুহূর্তে দলটাকে একত্রিত করে দূরত্ব ঘোচানোটাই মনে হচ্ছে প্রধান কাজ। সেই কাজ আমি ইতোমধ্যে শুরু করে দিয়েছি।’ ডানহাতি এই ওপেনারের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু ১৯৯৮ সালের ১৪ মে। ভারতের সঙ্গে ওয়ানডে দিয়েই রঙিন পোশাকে তার যাত্রা শুরু। ১৮ টি ওয়ানডেতে ২৪.৯৪ গড়ে ১টি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরিতে অপির মোট রান ৪৪৯। এছাড়া ৯টি টেস্টে ১৩.৩৮ গড়ে তার সংগ্রহ ২৪১।
আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ খেলতে দেশ ছাড়ছে যুবারা। ১৫ অক্টোবর হবে প্রথম ওয়ানডে। পরেরটি ১৮ অক্টোবর। শেষ তিন ম্যাচ ২০, ২৩ ও ২৫ অক্টোবর।