আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস যেখানে অনন্য কোহলি

যেখানে অনন্য কোহলি


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৫, ২০২২ , ১০:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


স্পোর্টস ডেস্ক : কিছুটা স্থুলকায় হওয়ায় প্রায়ই ট্রোলের শিকার হন রোহিত শর্মা-ঋষভ পন্তরা। একই সময়ে শোনা যায় বিরাট কোহলির প্রশংসা। ফিটনেসে ভারতীয় ক্রিকেটারদের আদর্শ মানা হয় তাকে। নিজের ফিটনেস ধরে রাখতে প্রতিনিয়ত জীমে ঘাম ঝরান তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, দুর্দান্ত ফিটনেসের সুবাদে ২০২১-২২ মৌসুমে একবারও চিকিৎসকদের দ্বারস্থ হতে হয়নি কোহলিকে। ২০১৮ সালে সবশেষ গুরুতর চোট পান কোহলি। পিঠের সমস্যার কারণে সে বছর কাউন্টি ক্রিকেট খেলতে পারেননি। এরপর অসাধারণ ফিটনেসের কারণে চোট সমস্যায় ভুগতে হয়নি কিং কোহলিকে। বিসিসিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, ২০২১-২২ মৌসুমে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) চিকিৎসক দল ৭০ ক্রিকেটারের ৯৬টি গুরুতর চোট নিয়ে কাজ করেছেন। চোটাক্রান্ত ক্রিকেটারদের মধ্যে জাতীয় দলের ২৩জন, ‘এ’ দলের ২৫, যুব দলের ১, নারী দলের ৭ এবং রাজ্য দলের ১৪ জন রয়েছেন। এনসিএ জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ প্রায় সব ক্রিকেটাররা চোট নিয়ে মেডিকেল টিমের স্মরণাপন্ন হয়েছেন। ব্যতিক্রম কোহলি। বিসিসিআইয়ের এক মুখপাত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘অধিকাংশ ক্রিকেটাররা মাঠে চোট পেয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে কেউ আঘাতপ্রাপ্ত হয়েছেন। কেউ আবার বিভিন্ন সময়ে ভিন্ন সমস্যা নিয়ে এসেছেন। তবে কোহলির ফিটনেস ছিল অনন্য। তিনি নিজেকে এমনভাবে আগলে রাখতে পেরেছেন যে একবারও পেশির টান বা চোট নিয়ে আসতে হয়নি। মূলত সারা বছর ফিটনেস নিয়ে যে বিরতীহীন মনোযোগ দেন, সেটিরই ফল এটি।’ প্রতিবেদন বলছে, ৩৩ বছর বয়সী কোহলি চোটে না পড়লেও তার চেয়ে ১০ বছর কম বয়সী অনেকে একাধিকবার এনসিএতে চিকিৎসা নিতে গেছেন।