আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন যেভাবে ভক্তের ইচ্ছাপূরণ করলেন সোনাক্ষী

যেভাবে ভক্তের ইচ্ছাপূরণ করলেন সোনাক্ষী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৮, ২০২১ , ১১:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় এক ভক্তের ইচ্ছাপূরণ করলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সম্প্রতি, ইনস্টাগ্রামে ফলোয়ার্সদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বের আড্ডায় বসেছিলেন তিনি। ‘আস্ক মি এনিথিং’- ওই আড্ডার সেশনে ফ্যানদের নানান প্রশ্নের মজার মজার সব জবাব দিতে দেখা গেছে ‘দাবাং’ নায়িকাকে। এসব চলার মাঝেই এক ভক্ত আবদার করে বসেন সোনাক্ষীর বিকিনি পরা ছবি দেখার। ছোট্ট করে অভিনেত্রীর উদ্দেশে ওই ব্যক্তি লেখেন, ‘বিকিনি ফটোগ্রাফস’। একমুহূর্ত সময় না নিয়ে ফ্যানের সেই আবদার মেটালেন অভিনেত্রী। কিন্তু একটু অন্যভাবে। বলি-সুন্দরীর সেই হটকে ‘জবাব’ অর্থাৎ ছবি দেখে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়।
সোনাক্ষীর বুদ্ধিমত্তারও প্রশংসা করেছেন নেটিজেনদের এক বিরাট অংশ। তা কী এমন জবাব দিয়েছেন এই বলি-সুন্দরী? ওই ফ্যানের কথা অনুযায়ী স্রেফ একটি বিকিনির ছবি পোস্ট করেছেন সোনাক্ষী। কারণ ওই ব্যক্তি শুধুই লিখেছিলেন বিকিনির ছবি দেখবেন। ইঙ্গিত সোনাক্ষীর দিকে থাকলেও তার নাম যেহেতু উল্লেখ করেননি, তাই হরেদরে একরকম সেই ব্যক্তির ‘ইচ্ছাপূরণ’ করলেন এই বলি-নায়িকা। এদিকে আরও এক ফ্যান তাকে জিজ্ঞেস করেন কি খেলে দ্রুত ওজন কমানো যাবে? অভিনেত্রীর জবাব, স্রেফ হাওয়া খান। প্রসঙ্গত, গত বছরই ট্রোলিংয়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে টুইটার থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী। অবশ্য যাওয়ার আগে ট্রোলারদের উদ্দেশ্যে ক্ষোভও উগরে দিয়েছিলেন তিনি।