আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব যে কারণে বিধ্বস্ত হয়েছিল বিপির রাওয়াতের হেলিকপ্টার

যে কারণে বিধ্বস্ত হয়েছিল বিপির রাওয়াতের হেলিকপ্টার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৫, ২০২২ , ১২:০৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : গত মাসে তামিলনাড়ুতে হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ হারান ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান বিপির রাওয়াত ও তার স্ত্রী মাধুলিকাসহ ১৩ জন। এ ঘটনার এক মাসেরও বেশি সময় পর অবশেষে জানা গেলো, এটি বিধ্বস্ত হওয়ার কারণ। খবর প্রকাশ করেছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, পাইলটের ভুলের কারণেই বিধ্বস্ত হয়েছিল হেলিকপ্টারটি। ওই দুর্ঘটনা তদন্তে গঠন করা দলের প্রাথমিক প্রতিবেদনে এমন তথ্যই ওঠে এসেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর সুলুর বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর হেলিকপ্টারটি ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজে যাচ্ছিল। ৯৪ কিলোমিটার পাড়ি দেওয়ার পর সেটি বিধ্বস্ত হয় এবং প্রাণ হারান ১৩ জন।
তদন্তে হেলিকপ্টারটিতে থাকা রেকর্ডার, ককপিটের ভয়েস রেকর্ডার ও প্রত্যক্ষদর্শীদের বয়ান বিচার-বিশ্লেষণ করা হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে তদন্তকারী দলটি জানিয়েছে, সেদিন উপত্যকার আবহাওয়ায় হঠাৎ করেই অপ্রত্যাশিত পরিবর্তন ঘটে। এ সময় হেলিকপ্টারটি মেঘের মধ্যে প্রবেশ করলে বিভ্রান্ত হয়ে পড়েন পাইলট এবং বাহনটি ভেঙে যায়।