আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ‘যে টুকু সময় তুমি থাকো পাশে’ গানের কারিগর প্রদীপ গোস্বামী আর নে

‘যে টুকু সময় তুমি থাকো পাশে’ গানের কারিগর প্রদীপ গোস্বামী আর নে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১০, ২০২১ , ১১:০০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  যে টুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় এ দেহে প্রাণ আছে, তুমি তো আমার আপন না’ আগডুম, বাগডুম ঘোড়া ডুম সাজে, এমন সব জনপ্রিয় গানের জনক নাটোরের গীতিকার ও সুরকার প্রদীপ গোস্বামী আর নেই। নাটোর শহরের কান্দিভিটুয়ায় নিজ বাসভবনে মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে এই বিখ্যাত গীতিকবির অন্তর্ধান হয়।

দুপুর ৩ টায় জেলার বড়হরিশপুর মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যার জনক। বাংলা গানের জগতে সুবীর নন্দী, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লাসহ প্রখ্যাত সব শিল্পীরা তার গীতিতে কণ্ঠ দিয়েছেন।