আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রংপুরে পুলিশ সোর্সের লাশ উদ্ধার

রংপুরে পুলিশ সোর্সের লাশ উদ্ধার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ১:৩১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


lashরংপুর: রংপুর নগরের হাজিরহাট এলাকায় গাছের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় শাহীন মিয়া (২৮) নামের এক পুলিশ সোর্সের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ছয়টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।  শাহীন হাজিরহাট এলাকার রণচণ্ডী শেখপাড়া গ্রামের মোজাফফরের ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, শাহীন পুলিশের এক কর্মকর্তার বাসায় থাকতেন। মৃত্যুর আগে ওই কর্মকর্তার মোবাইল ফোনে শাহীন ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লিখে বার্তা পাঠান।

ওসি বলেন, শাহীনের আত্মহত্যার বিষয়টি এখনও সুস্পষ্ট নয়। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।