রংপুরে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ২ যুবকের
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৬, ২০২১ , ১:৫৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
রংপুর প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তায় মাছ শিকারে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চরচল্লিশসালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— একই এলাকার মতিয়ার রহমান টাংরু (৩৫) ও মনু মিয়া (৩৬)। লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে মতিয়ার রহমান টাংরু ও মনু মিয়াসহ কয়েকজন নৌকা নিয়ে তিস্তা নদীতে মাছ শিকারে যান। এ সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় আহত হন চারজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।