আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রংপুরে মাদ্রাসাছাত্রকে শ্বাসরোধে হত্যা

রংপুরে মাদ্রাসাছাত্রকে শ্বাসরোধে হত্যা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ৬:৩৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


rangpurকাগজ অনলাইন প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জে সুমন মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্রকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

পুলিশ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিমপাড়া গ্রামের একটি গাছের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত সুমন পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। সে পাঠগ্রাম মাজার শরিফ মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে সুমনকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির পর তার মৃতদেহ সকালবেলা গাছের নিচে পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এলাকবাসী জানান, সুমন স্থানীয় একটি সমিতির ক্যাশিয়ার ছিল। সমিতির ১৩ জন সদস্য। শুক্রবার সমিতির টাকা জমা দেওয়ার শেষ দিন ছিল। ধারণা করা হচ্ছে সমিতির লেনদেনের বিরোধ থেকে তাকে হত্যা করা হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি মো. রেজাউল করিম জানান, এ ঘটনায় নিহতের বাবা সাইদুর রহমান অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।