আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রংপুরে রেশম চাষীদের নিয়ে সমাবেশ

রংপুরে রেশম চাষীদের নিয়ে সমাবেশ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১:০৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Rangpurরংপুর: ‘কাঁচা রেশম খাটি সোনা তুঁতগাছের নেই তুলনা’ এই স্লোগানে রংপুরে রেশম চাষীদের নিয়ে ৠালি ও সমাবেশ করেছে বাংলাদেশ রেশম বোর্ড রাজশাহী।

সোমবার (০৬ জুন) সোমবার বেলা ১১টায় রংপুরের তারাগঞ্জ উপজেলায় র‌্যালি শেষে হলরুমে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ৠালিটি রংপুর-দিনাজপুর মহাসড়ক প্রদক্ষিণ করে তারাগঞ্জ হলরুমে এসে সমাবেশে মিলিত হয়। পরিবেশ বাঁচান তুঁতগাছ লাগান। কম পুঁজিতে বেকারত্ব ঘোচান কাঁচা রেশম খাটি সোনা তুঁতগাছের নেই তুলনা।

মো. সাজাদুল রহমানের সভাপতিত্বে ৠালি ও সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলুফা সুলতানাসহ উপজেলা পরিষদের কর্মকর্তারা।