আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞান ও প্রযুক্তি রক্তের গ্রুপ আবিষ্কারকের সম্মানে ডুডল

রক্তের গ্রুপ আবিষ্কারকের সম্মানে ডুডল


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ২:৫৯ অপরাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি


landstainer-bকাগজ অনলাইন ডেস্ক: কার্ল ল্যান্ডস্টেইনার, রক্তের গ্রুপের এ আবিষ্কারক ১৮৬৮ সালের ১৪ জুন ভিয়েনায় জন্মগ্রহণ করেন। মাত্র ছয় বছর বয়সে বাবা লিওপোল্ড ল্যান্ডস্টেনাইরকে হারালেও মা-ই তাকে ‘বড়’ করেন।

৩৩ বছর বয়সে ১৯০১ সালে তিনিই প্রথম রক্তের যে ‘এ’, ‘বি’, ‘এবি’ এবং ‘ও’ গ্রুপ রয়েছে তা আবিষ্কার করেন।

ডুডলে দেখা যায়, একটি টেবিলের পাশে দাঁড়িয়ে রয়েছেন ল্যান্ডস্টেইনার। টেবিলের ওপর রয়েছে একটি মাইক্রোস্কোপ ও চারটি টেস্টটিউব। টেস্টটিউবগুলোতে রয়েছে বিভিন্ন গ্রুপের রক্ত। কোনটি কোন গ্রুপের রক্ত তা বোঝাতে দেওয়া হয়েছে রক্তের ফোঁটা।

ডুডলটিতে ক্লিক করলে সরাসরি ল্যান্ডস্টেইনারের সার্চ পেজে চলে যাচ্ছে। তার এ অবিষ্কার বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের জীবন রক্ষা করেছে।