আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন রনির জন্য দোয়া চাইলেন মীর

রনির জন্য দোয়া চাইলেন মীর


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০২২ , ১০:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


বিনোদন ডেস্ক: গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি বর্তমানে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা এখনো শঙ্কামুক্ত নন। রনির এমন পরিস্থিতিতে তাকে নিয়ে উদ্বিগ্ন তার ভক্ত ও সহকর্মীরা। এই তারকার সুস্থতা কামনা করে অনেকে সামাজিক মাধ্যমে লিখছেন। ‘মীরাক্কেল’র সঞ্চালক ও কলকাতার জনপ্রিয় কমেডি অভিনেতা মীর আফসার আলীও রনির জন্য দোয়া চেয়েছেন। ফেসবুকে তিনি লেখেন, ‘আবু হেনা রনি, নিজেই আগুন। ওকে পোড়ায় কার সাধ্য? দোয়া করবেন সবাই। ’ পোস্টটিতে একাধিক নেটিজেন রনির দ্রুত আরোগ্য কামনা করেছেন। কেউ কেউ জানিয়েছেন, কমেডিয়ান এখনও সঙ্কটমুক্ত। উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রনিসহ পাঁচজন দগ্ধ ও আহত হন। পরে দ্রুত রনিকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য ১৩ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।