আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য রবি আজিয়াটার সভা ১৫ ফেব্রুয়ারি

রবি আজিয়াটার সভা ১৫ ফেব্রুয়ারি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০২১ , ১:২০ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : দেশের দ্বিতীয় বৃহৎ মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ১৫ ফেব্রুয়ারি দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে সোমবার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় কোম্পানিটি।ডিএসইর ওয়েবসাইট থেকে নেয়া তথ্যচিত্র। তথ্য মতে, সভায় সমাপ্ত হিসাববছরের (৩১ ডিসেম্বর, ২০২০) নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এছাড়া প্রথমবারের মতো কোম্পানিটির সভা থেকে আসতে পারে লভ্যাংশের ঘোষণা। এর আগে, ২০২০ সালের ২৪ ডিসেম্বর রবি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।