আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস রমজানে বন্ধ থাকবে ক্রিকেট : বেতন কাটবে না পিসিবি

রমজানে বন্ধ থাকবে ক্রিকেট : বেতন কাটবে না পিসিবি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৫, ২০২০ , ৫:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাস স্তব্ধ করে দিয়েছে মাঠের ক্রিকেট। এই স্থবিরতায় সামনে চলে এসেছে আর্থিক ক্ষতির বিষয়টি। ক্ষতি কমাতে ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড ইঙ্গিত দিয়েছে তাদের ক্রিকেটারদের বেতন কর্তনের। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা সমঝোতার ভিত্তিতে তিন মাসের বেতন কমিয়েছেন ২০ শতাংশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো বেতন কমানোর পথে হাঁটছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি মাসের শেষদিকে মুসলমানদের সবচেয়ে পবিত্রতার মাস রমজান শুরু হবে। আরবী ক্যালেন্ডার অনুসারে যা শেষ হবে মে মাসের শেষদিকে। ইসলামী রাষ্ট্র হিসেবে ধর্মীয় পবিত্রতার মাসটিকে বেশ গুরুত্বের সাথেই দেখছে পিসিবি। সেজন্য রমজান জুড়ে কোন ক্রিকেট হবে না পকিস্তানে।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে (পিসিবি) জানায়, ‘আয়োজকদের অনেকেই রমজানে আমাদের অনাপত্তিপত্র প্রসঙ্গে জানতে চেয়েছে। রমজান মাসে কোন ক্রিকেটের অনাপত্তিপত্র দিচ্ছে না পিসিবি। করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্তও বহাল থাকছে।’ ক্রিকেট বন্ধ থাকলেও খেলোয়াড় ও কর্মীদের পারিশ্রামিক নিয়ম অনুযায়ী দেয়ার কথা জানিয়েছে পিসিবি, ‘ক্রিকেটার ও কর্মীদের কল্যাণ ও সুরক্ষাকে সব সময় প্রাধান্য দেয় পিসিবি। কর্মী ছাড়াও ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ২২০ জন ক্রিকেটার রয়েছে কেন্দ্রীয় চুক্তিতে। ২০১৯-২০ অর্থ বছর শেষ না হওয়া পর্যন্ত তাদের বেতন নিশ্চিত করবে পিসিবি।’  ‘এই সঙ্কটময় মুহূর্তে বিশ্বের অর্থনীতি ও ক্রীড়াঙ্গন কঠিন চ্যালেঞ্জের মুখে। মানুষের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ। পিসিবি আয়োজক ও ক্রিকেটারদের বেশ শক্তভাবে ধর্মীয় অনুশাসন মেনে চলা, বাড়ির বাইরে না যাওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা ও জনসমাগম এড়িয়ে চলার ব্যাপারে আহ্বান জানাচ্ছে।’