আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা রমজান ও মাইনুল ফের ফিনল্যান্ড আ. লীগের দায়িত্বে

রমজান ও মাইনুল ফের ফিনল্যান্ড আ. লীগের দায়িত্বে


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১২:৩৩ অপরাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


a-leaকাগজ অনলাইন ডেস্ক: আলী মো. রমজান সভাপতি ও মাইনুল ইসলাম ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

গত ২ জুন (বৃহস্পতিবার) অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাদেরকে পুনরায় এই দায়িত্ব দেয়া হয়।

বিগত কমিটির মেয়াদ ১ বছর আগেই শেষ হওয়ায় ওই দিন অনুষ্ঠিত সভায় বিগত কমিটির সভাপতি আলী মো. রমজান এবং সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম নতুন কমিটি গঠনের প্রস্তাব দেন।

সভায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব আকারে পেশ করতে বললে পূর্বের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাবিত হয়। দুই পদে একক নাম প্রস্তাবিত হওয়ায় তা সর্বসম্মতিতে গৃহীত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী অচিরেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক এম এ গনি বরাবর অনুমোদন এর জন্য প্রেরণ করা হবে।