আজকের দিন তারিখ ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সম্পাদকীয় রমনা বোমা হামলার আপিল শুনানি শুরু হোক

রমনা বোমা হামলার আপিল শুনানি শুরু হোক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৬, ২০২০ , ১১:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: সম্পাদকীয়


রমনা বটমূলের বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলা ১৯ বছরেও চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া দুঃখজনক। হত্যা মামলায় রায় হলেও হাইকোর্টে ডেথ রেফারেন্স (মৃত্যুদন্ড নিশ্চিতকরণ) ও আসামিদের আপিলের শুনানি এখনো শুরু হয়নি। ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে মামলাটির বিচারকাজ চলছে। ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ ও নজিরবিহীন বোমা হামলা চালানো হয়। বর্বরোচিত ওই হামলায় ঘটনাস্থলেই ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান আরো একজন। এ ঘটনায় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির তৎকালীন সার্জেন্ট অমল চন্দ্র চন্দ রমনা থানায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন। হত্যা মামলায় রায় ঘোষণা হলেও অন্য মামলাটি এখনো বিচারাধীন। ২০০৮ সালের ৩০ নভেম্বর দুই মামলায় ১৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডির পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ ২০০৮ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দুটি মামলারই অভিযোগপত্র একসঙ্গে দাখিল করা হয়। পরে বিচারের জন্য মামলা দুটি ২০০৯ সালের ১ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে যায়। ওই আদালতে একই বছরের ১৬ এপ্রিল পৃথকভাবে মামলা দুটিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে ২০১৪ সালের ২৩ জুন বিচারিক আদালত হত্যা মামলার রায় ঘোষণা করেন। এরপর ডেথ রেফারেন্স এবং আসামিদের জেল আপিল ও ফৌজদারি আপিলের শুনানির জন্য মামলাটি হাইকোর্টে আসে। অন্য মামলায় মুফতি আব্দুল হান্নানের মৃত্যুদন্ড ইতোমধ্যেই কার্যকর করা হয়েছে। মামলায় সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টূর ভাই মাওলানা তাজউদ্দিনসহ চার আসামি এখনো পলাতক। এ ঘটনায় হত্যা মামলায় ডেথ রেফারেন্স (মৃত্যুদন্ড অনুমোদন) ও আসামিদের আপিল হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। আমরা আশা করব এ মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে এবং সে ক্ষেত্রেও ন্যায় বিচার নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে।