আজকের দিন তারিখ ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি রাঙামাটিতে জনসংহতি সমিতির অবরোধ চলছে

রাঙামাটিতে জনসংহতি সমিতির অবরোধ চলছে


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১২:৫৮ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


dowরাঙামাটি: রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ডাকে সোমবার (১৩ জুন) থেকে টানা দু’দিনের (৩৬ ঘণ্টা) সড়ক ও নৌ পথ অবরোধ শুরু হয়েছে।

সোমবার (১৩ জুন) সকাল ৬টা থেকে এ অবরোধ শুরু হয়েছে।

৪ জুন ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৪ নম্বর ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল বাতিল ও পুনঃ ভোটগ্রহণের দাবিতে এ অবরোধ পালন করছে জনসংহতি সমিতি।

অবরোধের কারণে শহরে আভ্যন্তরীণ কোনো যান চলাচল করছে না। দূরপাল্লার সব যান চলাচলও বন্ধ রয়েছে। জেলার সঙ্গে উপজেলার সব কয়টি রুটে নৌ-যোগাযোগও বন্ধ রয়েছে। অবরোধের সমর্থনে শহরে বিক্ষিপ্তভাবে পিকেটাররা অবস্থান করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রশিদ জানান, অবরোধে জনগণের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।