আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রাঙামাটিতে দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দিল সেনাবাহিনী

রাঙামাটিতে দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দিল সেনাবাহিনী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৩, ২০২০ , ৭:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


রাঙামাটি প্রতিনিধি : করোনা মোকাবিলায় রাঙামাটিতে মাঠ পর্যায়ে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ জনসাধারণকে সচেতন করার পাশাপাশি কর্মহীন, দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে গতকাল বুধবার খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। মানুষকে বাড়িতে অবস্থান করতে উৎসাহিত করার জন্য সেনাবাহিনী তাদের নিজস্ব রেশন থেকে বাঁচিয়ে এসব ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন অসহায়-গরীবদের মাঝে। সকালে রাঙামাটির দুর্গম এলাকা মিতিঙ্গাছড়ি, শিলছড়ি হেমন্ত পাড়া, শুভলং বাজারসহ বিভিন্ন দুর্গম স্থানে খাদ্য সহায়তা পৌঁছে দেন রাঙামাটি সদর সেনা জোন কমান্ডার লে. কর্নেল রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর জোনের সার্জন কমান্ডার মেজর মো. হাবিবুল্লাহ খান, শুভলং ক্যাম্পের কামান্ডার ক্যাপ্টেন আসমাইল, শুভলং ক্যাম্পের টুআইসি লে. রেজওয়ান প্রমুখ। ২০ কেজি ওজনের প্যাকেটে খাদ্য সহায়তার মধ্য রয়েছে চাল, আটা, পেঁয়াজ, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। এ সময় রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে এ সহায়তা অব্যাহত থাকবে।