আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় রাজধানীতে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

রাজধানীতে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ১:৩৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Khilgaonকাগজ অনলাইন প্রতিবেদক: রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকায় অগ্নিদগ্ধ হয়ে সুফিয়া খাতুন (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

‍মঙ্গলবার (০৭ জুন) রাত ৮টার দিকে মোবাতি ধরাতে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের নাতি সুজন মিয়া জানান, বিদু‍ৎ চলে গেলে দাদী মোমবাতি জ্বালানোর চেষ্টা করেন। তখন মোমবাতির আগুন থেকে তার ঘরে আগুন ধরে যায়।

আগুন দেখে আশেপাশের লোকজন ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে। পরে রাত ১০ টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সুজন আরো বলেন, নাতনি জুনি আক্তারের বাসায় থাকতেন তিনি। ওই সময় জুনি আক্তার বাসায় ছিলেন না ।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।