আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় রাজধানীতে ট্রেনের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীতে ট্রেনের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১১:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


kawকাগজ অনলাইন প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারের মাছবাজার সংলগ্ন রেল লাইনে ট্রেনের ধাক্কায় মঞ্জুর হোসেন (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৭ জুন) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে সাড়ে ৮ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী সবুর উদ্দিন জানান, মঞ্জুর সকালে ময়মনসিংহের তারাকান্দা থেকে ট্রাকে করে কারওয়ান বাজারে মাছ নিয়ে আসে।

এ সময় মাছ বাজার সংলগ্ন রেল লাইনের পাশে দাঁড়িয়ে মাছের তদারকি করার সময় একটি ট্রেন তাকে ধাক্কা দেয়।

পরে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া।