আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বিজেপির প্রথম সভায় বিতর্কে জড়ালেন শ্রাবন্তী

বিজেপির প্রথম সভায় বিতর্কে জড়ালেন শ্রাবন্তী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৬, ২০২১ , ২:১১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নিজেকে বিজেপির প্রার্থী ঘোষণা করে বিতর্কে জড়ালেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। মনোনয়ন পাওয়ার আগেই নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করে শ্রাবন্তী দলের নিয়ম বিরুদ্ধে কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সোমবার পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি প্রার্থী অশোক ডিন্ডার সমর্থনে সভা করেন শ্রাবন্তী। সেখানেই নিজের প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেন টালিউডের জনপ্রিয় এ অভিনেত্রী।
বিধানসভা ভোটে শ্রাবন্তীর সহকর্মীদের অনেকেই প্রার্থী হয়েছেন। তবে প্রার্থী হিসেবে তার নাম এখনও ঘোষণা হয়নি। তার আগেই অভিনেত্রী নিজেকে বিজেপির প্রার্থী ঘোষণা করেন। এমনকি জনগণের থেকে আগাম আশীর্বাদও চান। বিষয়টি নিয়ে খোদ দলের মধ্যেই তাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপির এক নেতা বলেন, ‘শ্রাবন্তী প্রার্থী হতেই পারেন। তবে তিনি যেভাবে প্রকাশ্য জনসভায় নিজের নাম ঘোষণা করেছেন তা একেবারে অনুচিত। দল ঘোষণা করার আগে অন্য কেউ প্রার্থীর নাম বলতে পারেন না। এটা দলের নিয়ম বিরুদ্ধ কাজ। এদিকে শ্রাবন্তী নিজেকে প্রার্থী ঘোষণা করলেও তবে কোন কেন্দ্র থেকে প্রার্থী হবেন তা অবশ্য জানাননি। তবে জল্পনা চলছে, তিনি নাকি বেহালা-পশ্চিম থেকে প্রার্থী হতে পারেন।
নীলবাড়ি দখলের লড়াইয়ে এখনও পর্যন্ত রাজ্যের সব আসনে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তারা প্রথম চারটি দফার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। সেই তালিকায় অঞ্জনা বসু, পায়েল সরকার, হিরণ চট্টোপাধ্যায় ও যশ দাশগুপ্তের মতো টালিউডের তারকারা রয়েছেন। কিন্তু শ্রাবন্তীর নাম এখনও পর্যন্ত ঘোষণা করেনি বিজেপি। তবে শ্রাবন্তী প্রথম নয়, এর আগে বিজেপিতে প্রার্থী হওয়ার কথা বলেছিলেন পায়েল সরকার। তিনি বেহালা পূর্ব থেকে বিজেপির প্রার্থীও হয়েছেন। গত ১ মার্চ কলকাতা শহরের একটি তারকা হোটেলে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পদ্ম পতাকা গ্রহণ করেন শ্রাবন্তী। অবশ্য এর আগে তৃণমূলের একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে শ্রাবন্তীকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন এই অভিনেত্রী। ধারণা করা হচ্ছিল— তিনি তৃণমূলেই যোগ দেবেন। কিন্তু হঠাৎ করেই বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী।