আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
Uncategorized রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৫


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০২১ , ১:০১ অপরাহ্ণ | বিভাগ: Uncategorized


বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপকমিশনার ফারুক হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

ফারুক হোসেন বলেন, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল এ সময় তাদের কাছ থেকে ২৩২ গ্রাম ১৩৫ পুরিয়া হেরোইন, ৬৪ কেজি ৫৭০ গ্রাম গাঁজা ও ৩২ হাজার ৯২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা করা হয়েছে বলেও জানান ডিএমপির এ মুখপাত্র।