আজকের দিন তারিখ ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// রাজধানীতে শুক্র-শনিবার যান চলাচল নিয়ন্ত্রিত

রাজধানীতে শুক্র-শনিবার যান চলাচল নিয়ন্ত্রিত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৫, ২০২১ , ১০:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত বিদেশি ভিআইপিদের যাতায়াতের জন্য আগামী ২৬ ও ২৭ মার্চ (শুক্রবার ও শনিবার) ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রিত এবং কিছু কিছু সময়ের জন্যে বন্ধ থাকবে। বুধবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ​এ সাময়িক অসুবিধার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ১০ দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। ইতিমধ্যে কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা বাংলাদেশে এসেছেন। ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন। পরদিন ঢাকার বাইরে কয়েকটি প্রোগ্রাম সেরে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।